মুম্বই, ১৮ মে : শেষ ম্যাচে কি শচীন- পুত্রের কপালে শিকে ছিঁডবে? ক্রিকেটমহলের প্রবল কৌতূহল। মুম্বই অধিনায়কের কথা শুনলে মনে হতে পারে, সেই সম্ভাবনা যথেষ্ট আছে।
মুম্বই প্লে-অফের বাইরে। অনেকদিন ধরেই নেটিজেনদের দাবি উঠেছে অর্জুনকে খেলাও। মুম্বই টিম ম্যানেজমেন্ট অবশ্য তাতে কর্ণপাত করেনি। তাদের টানা হার দেখে ক্লান্ত মহম্মদ আজহারউদ্দিন কিছুদিন আগে মজা করে বলেছিলেন, এই দল তেন্ডুলকর নামটা মিস করছে। শচীন এমনিতেই মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। সুতরাং আজ্জুর ইঙ্গিত ছিল অর্জুন তেন্ডুলকরের দিকে। যিনি বাঁহাতি মিডিয়াম পেসার। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডেও আছেন।
আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকা সিরিজে লক্ষ্মণই হয়তো কোচ, টেস্ট দল নিয়ে ইংল্যান্ড যাবেন দ্রাবিড়
সানরাইজার্সের কাছে ৩ রানে হেরে যাওয়ার পর মুম্বই অধিনায়ক রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল, শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁদের কী পরিকল্পনা? অর্থাৎ অর্জুনের মতো নতুনদের খেলার সুযোগ দেবেন কিনা। জবাবে রোহিত বলেন, ‘‘আমাদের কাছে ব্যাপারটা খুব সহজ। সব বক্সে টিক দিয়ে মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করতে চাই। শেষ ম্যাচে ভাল করার জন্য আমাদের তরফে যতটা করা সম্ভব, করব। যদি দেখি নতুনদের খেলানোর সুযোগ রয়েছে, সেটাও করব।” অর্জুন তেন্ডুলকর কি তাহলে বোলিং মার্ক-এ দাঁড়িয়ে বোলিং শুরুর অপেক্ষায়?