সংবাদদাতা, জঙ্গিপুর : লিচু চাষে অশনি কোনও ক্ষতি করতে পারেনি। বরং অনুকূল আবহাওয়ায় ফলন ভাল হয়েছে। ফলে চওড়া হাসি ফুটেছে মুর্শিদাবাদের লিচু চাষিদের মুখে। জানা গেল, আর মাত্র সপ্তাহ খানেকের অপেক্ষা। তার পরই বাজারে আসছে জঙ্গিপুরের বিখ্যাত বোম্বাই লিচু। ইতিমধ্যে অধিকাংশ পেকে লাল হয়েছে। স্থানীয়রা বাগান থেকেই থোকা হিসাবে কিনে নিয়ে যাচ্ছেন। সাতদিনের মধ্যেই এই লিচু বাজারে আসবে এবং পার্শ্ববর্তী ওডিশা, ঝাড়খণ্ড, বেঙ্গালুরু-সহ বিদেশেও পাড়ি দেবে বলে জানান লিচু চাষিরা।
আরও পড়ুন-সরকারি রাজস্বের ক্ষতি করে চলছে অবৈধ পার্কিং
চাহিদা বেশি থাকায় দাম ভালই উঠবে বলে তাঁদের আশা। জঙ্গিপুর মহুকুমার অন্যতম বড় লিচু বাগান রঘুনাথগঞ্জের লালখানদিয়ার। এই এলাকার লিচু স্বাদে যেমন মিষ্টি, ফলনেও বাম্পার। মূলত ফরাক্কার নয়নসুখ ও রঘুনাথগঞ্জের লালখানদিয়ারেই সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয়। গত বছরের বিস্বাদ ভুলে এবছর ব্যাপক ফলনে খুশি লিচু চাষীরা। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে। যদিও বাগান মালিকদের বক্তব্য, রঙ লাল হলেও এখনও পরিপূর্ণ পুষ্ট হয়নি লিচু। সপ্তাহ খানেক পরেই মিলবে সুস্বাদু লিচু। পাশাপাশি সিজনের শুরুতেই বাজারে ব্যাপক চাহিদা লিচুর। লালখানদিয়ায় লিচু বাগান কিনেছেন সামসেরগঞ্জের বদরুল ইসলাম, কলিমুদ্দিন শেখরা। তাঁরা জানান, প্রতি বছরের মতো এবছরও লালখানদিয়ার বাগান কিনেছি। এবছর লিচুর ফলন দারুণ। কিছু কিছু গাছের ফল পুষ্ট হওয়ায় লিচু ভাঙার কাজ শুরু হয়েছে। এবার ফলন ভাল হওয়ায় লিচু ব্যবসায় লাভের আশা করছেন তাঁরা।