সংবাদদাতা, মধ্যমগ্রাম : পথচলতি মানুষের সুবিধার্থে ও যানজট-মুক্ত শহর গড়তে কোটি কোটি টাকা খরচ করে বাদু রোড বর্ধমান চৌমাথা থেকে কাঞ্চন তলা চওড়া করা হয়েছিল। পাশাপাশি সুসজ্জিত ফুটপাত তৈরি হয়েছিল। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এই দুইজনের উদ্যোগেই বাদু রোডের সংস্কার হয়েছিল। ফুটপাতে ফেন্সিং করা হয়েছিল। কারণ ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। প্রতিনিয়ত দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্যই এই উদ্যোগ ছিল। কিন্তু দেখা গেল রাস্তা চওড়া হল ফুটপাত তৈরি হল। কিছুদিন পরেই ফুটপাত দখল হয়ে গেল। কিছু ব্যবসায়ী তাদের নিজস্ব দোকান থাকতেও ফুটপাতে এসে ব্যবসা শুরু করে দিল।
আরও পড়ুন-কন্যাশ্রী-শিক্ষাশ্রীদের ফুটবল ম্যাচ
সম্প্রতি মধ্যমগ্রাম পুরসভা চেয়ারম্যানের নিমাই ঘোষের উপস্থিতিতে পুলিশ আধিকারিকরা একটা যৌথ বৈঠক করে। বৈঠকে ঠিক হয় বাদু রোডকে দখলমুক্ত করে ফুটপাথ ফের ফিরিয়ে দিতে হবে। ব্যবসায়ীদের কাছে পুরসভার তরফে বারবার অনুরোধ জানানো হয় জায়গা খালি করার। কিন্তু আবেদনে কাজ না হওয়াতে অভিযানে নামল পুরসভা ও প্রশাসন। বুধবার দুপুরে বাদু রোড এর দু’ধার দিয়ে চলল ভাঙার কাজ। আগামী দিনেই ভাঙার কাজ চলবে বলে জানিয়েছেন পুর প্রধান নিমাই ঘোষ। পাশাপাশি সোদপুর রোড দখলমুক্ত করার কাজ শুরু হবে আগামী দিন এমনটাই জানিয়েছেন নিমাইবাবু। পুরসভা ও প্রশাসনের এই উদ্যোগে স্বাভাবিক কারণে খুশি এলাকার মানুষের।