নয়াদিল্লি : মেয়ে শিনা বোরাকে (Sheena Bora Murder Case) হত্যার দায়ে অভিযুক্ত প্রাক্তন মিডিয়া এক্সিকিউটিভ ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে (Indrani Mukherjee) জামিন দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ বলেছে, আমরা ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জামিন দিচ্ছি। দীর্ঘ সাড়ে ছয় বছর তিনি জেলে আছেন। এই মামলা যে এখনই শেষ হয়ে যাবে এমন কোনও সম্ভাবনা নেই। সে কারণেই ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জামিন দেওয়া হল। মেয়ে শিনা বোরাকে খুন করার অভিযোগে ২০১৫ সালে ইন্দ্রাণীকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ইন্দ্রাণী তাঁর ড্রাইভার শ্যামবর রাই এবং প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার সহায়তায় শিনাকে (Sheena Bora Murder Case) খুন করেন। শিনা ছিল তাঁর প্রথম পক্ষের মেয়ে। তদন্তকারীরা জানিয়েছিলেন, ২০০২ সালে প্রথম স্বামী সঞ্জীবকে ত্যাগ করে ইন্দ্রাণী পিটার মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। মেয়ে শিনাকে তিনি পিটারের কাছে নিজের বোন বলে পরিচয় দিয়েছিলেন। পিটারের প্রথম পক্ষের ছেলে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে শিনার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু রাহুলের সঙ্গে মেয়ের এই সম্পর্ক মানতে পারেননি পিটার ও ইন্দ্রাণী। সে কারণেই ২০১২ সালে শিনা বোরাকে খুন করা হয়। তবে বিষয়টি সামনে আসে ২০১৫ সালে। যখন অন্য একটি ঘটনায় ইন্দ্রাণীর গাড়ি চালক শ্যামবর রাই গ্রেফতার হয়। শ্যামবর পুলিশকে জানায়, শিনার দেহ লোপাট করতে সে ইন্দ্রাণী ও সঞ্জীবকে সাহায্য করেছিল। এরপরই গ্রেফতার হয় শিনা বোরা খুনে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। ২০১৫ সালের নভেম্বরে ইন্দ্রাণীর তৎকালীন স্বামী পিটার মুখোপাধ্যায়কেও সিবিআই গ্রেফতার করে। অভিযোগ, তিনিও এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। মামলায় এখনও পর্যন্ত প্রায় ৬০ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
আরও পড়ুন: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলা: ৩১ বছর পর জেল থেকে মুক্ত দোষী পেরারিভালান