গম : নিষেধাজ্ঞা শিথিল

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : গত ১৩ মে নির্দেশিকা জারি করে গম (Wheat) রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। একাধিক চাপের মুখে মাত্র কয়েকদিনের মধ্যেই সেই নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুল্ক দফতরে ‘নথিভুক্ত’-করা গম রপ্তানি করতে কোনও বাধা নেই। যে সমস্ত গম মিশরে পাঠানোর কথা রয়েছে এবং সেখানকার শুল্ক দপ্তরে নথিভুক্ত করা হয়েছে সেগুলি রপ্তানিতে কোনও বাধা নেই। মিশর সরকারের তরফে সেদেশে গম পাঠানোয় ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের নিরিখে ভারত ১৩.৫৩ শতাংশ গম উৎপাদন করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে পর্যন্ত সারা বিশ্বের নিরিখে ভারত ১ শতাংশ গম (Wheat) রপ্তানি করত। তবে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ২০২২-’২৩ অর্থবর্ষে রেকর্ড পরিমাণ প্রায় ১ কোটি টন গম রপ্তানি হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: শিনা বোরা হত্যা মামলা: মেয়েকে খুনে অভিযুক্ত প্রাক্তন মিডিয়াকর্ত্রী ইন্দ্রাণীর জামিন

Latest article