রেশন নিয়ে বাংলা মডেল চালুর দাবিতে আন্দোলন

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মডেলে সারা দেশে রেশন (Ration) ব্যবস্থা চালু করার দাবি জানাল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশন (All India Fair Price Shop Association)৷ সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দিল্লিতে বুধবার জানান, কমিশন বৃদ্ধির দাবিতে এবার দেশব্যাপী আন্দোলনেও নামতে চলেছেন রেশন ডিলাররা। তাঁদের দাবি, ভর্তুকি দিয়ে দিনের পর দিন চলা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করে ঠকেছেন তারা। তাই এবার সারা দেশের সাড়ে পাঁচ লক্ষ রেশন ডিলারকে নিয়ে আন্দোলন শুরু হবে। বিশ্বম্ভর বসুর কথায়, আমরা এবার পথে নামব। সাংসদ সৌগত রায় রয়েছেন। এছাড়াও সবাইকে আমন্ত্রণ জানানো হবে আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য। খাদ্যসামগ্রীতে অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কম দামে রেশনই মানুষের ভরসা। কেন্দ্রে পূর্ণ সময়ের মন্ত্রী অর্ধেক সময় কাজ করছেন। তাই তিনি পরিস্থিতি বুঝেছেন না। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সংগঠনের দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল অনুসরণ করার হোক। বাংলা মডেল অনুসরণ করে দেশে সবার জন্য রেশন (Ration) ব্যবস্থা চালু করা হোক। জুলাই মাসেই এই ইস্যুতে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশন। সংসদ ঘেরাও করে দাবি তোলা হবে৷

আরও পড়ুন: গম : নিষেধাজ্ঞা শিথিল

Latest article