একেবারে নরেন্দ্র মোদির কায়দায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে (BJP Government) কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন, দেশে বিদ্বেষ ও হিংসা ছড়াচ্ছে বিজেপি। সংবিধানের উপর ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে গেরুয়া দল। মোদি সরকারের শাসনে দেশের আর্থিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। বিজেপি গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছে। একটা আগুনের স্ফুলিঙ্গ পড়লেই দাউদাউ করে জ্বলে উঠবে দেশ। লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাচক্রে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাহুল (Rahul Gandhi)। বিজেপি পাল্টা বলেছে, কংগ্রেস নেতারা বরাবরই বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের ভাবমূর্তিতে কালি ছেটানোর কাজ করেন। অভ্যাসবশতই রাহুল মোদি সরকারের বিরুদ্ধে বিষোদগার করে কার্যত দেশের অসম্মান করেছেন।
আরও পড়ুন: ফের কার্লসেনকে হারাল প্রজ্ঞানন্দ