লন্ডন, ২১ মে : এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব কে জিতবে, এই প্রশ্নের ফয়সালা হবে রবিবার। কারণ খেতাবি দৌড়ে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দেওয়া দুই দল এদিন নিজের নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে, সমান ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। রবিবার অ্যাস্টন ভিলাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সিটি। কিন্তু পেপ গুয়ার্দিওয়াল দল যদি হেরে যায়, তাহলে উলভসের বিরুদ্ধে জিতলেই খেতাব ঘরে তুলবে জুরগেন ক্লপের লিভারপুল।
আরও পড়ুন-গুঞ্জা পলাশ
সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা আবার বৃহস্পতিবার বার্নলির বিরুদ্ধে ম্যাচ খেলেছে। স্বাভাবিক ভাবেই ক্লান্ত ভিলার ফুটবলাররা সিটির বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন, তা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছেন জুরগেন ক্লপ। যদিও খেতাব জয় নিয়ে বাড়তি কোনও চাপ নিতে রাজি নন লিভারপুল কোচ। বরং উলভস ম্যাচের আগে তাঁর দাবি, ‘‘আমাদের হারানোর কিছুই নেই। ফুটবলাররা চাপমুক্ত হয়েই মাঠে নামবে। ম্যাচটা জিতে প্রিমিয়ার লিগ শেষ করতে চাই। তারপর যা হওয়ার হবে।’’
আরও পড়ুন-বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন, যাত্রীদের ক্ষোভ
এদিকে, এবার চ্যাম্পিয়ন হলে শেষ পাঁচ বছরে চতুর্থবার প্রিমিয়ার লিগ খেতাব ঘরে তুলবে ম্যান সিটি। গুয়ার্দিওলা বলছেন, ‘‘আপনি যখন আগেই জেনে যান জিতলে আপনার জন্য কী সম্মান অপেক্ষা করছে, তখন আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আমার ফুটবলাররা যন্ত্র নয়, মানুষ। তবে ওরা প্রত্যেকেই পেশাদার। নিজের কাজটা কীভাবে শেষ করতে হয়, সেটা ভাল করেই জানে।’’
সিটি কোচ আরও যোগ করেছেন, ‘‘গোটা লিগ জুড়ে যে ফুটবল আমরা খেলেছি, সেই ছন্দ শেষ ম্যাচেও ধরে রাখতে চাই। কোনও পরীক্ষা-নিরীক্ষা না করে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেই ম্যাচ বের করে আনাটাই লক্ষ্য। জানি, একটা জয়ই গোটা মরশুমের পরিশ্রমকে সফল করে তুলবে।’’