বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন, যাত্রীদের ক্ষোভ

এই স্টেশন থেকে থার্ড লাইন বসানো ও নতুন ইন্টারলকিং ব্যবস্থা চালু করতে সোমবার পর্যন্ত গোটা স্টেশন বন্ধ করা হয়েছে।

Must read

প্রতিবেদন : বর্ধমান মেন লাইনে ব্যস্ততম স্টেশন ব্যান্ডেল। এই স্টেশন থেকে থার্ড লাইন বসানো ও নতুন ইন্টারলকিং ব্যবস্থা চালু করতে সোমবার পর্যন্ত গোটা স্টেশন বন্ধ করা হয়েছে। বলা ভাল সিল করে দেওয়া হয়েছে। ব্যান্ডেল স্টেশনে রবি ও সোম কোনও ট্রেন ছাড়বে না এবং দাঁড়াবেও না। পূর্ব রেলের সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন রাতে এই কাজ করা হচ্ছে না? লোকাল ছাড়াও বেশ কয়েকজোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। সপ্তাহ শেষের শনি ও রবিবার যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন-লুপ্তপ্রায় বন্যপ্রাণ সংরক্ষণ এবং আমাদের কর্তব্য : একটি পর্যালোচনা

বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় তিন নম্বর লাইন চালু হবে। চলবে ইন্টারলকিংয়ের কাজ। সে কারণে ২৭ মে শুক্রবার বিকেল ৩টে থেকে ৩০ মে সোমবার বিকেল ৩টে পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন দিয়ে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শনি রবি ও সোমবার কোন কোন ট্রেন কোথা থেকে চলাচল করবে: ২৮ ও ২৯ মে, শনি ও রবিবার: এই দু’দিন ব্যান্ডেলে সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্ষেত্রে রাজা রামমোহন রায়

৩০ মে, ২০২২, সোমবার: ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়ার জন্য প্রথম ইএমইউ লোকাল হাওড়া থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টো ২০ এবং ২টা ৩০ মিনিটে ছাড়বে। হাওড়ার জন্য প্রথম ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ২টো ৪০, ২টো ৪৫ এবং ৩টে ১০ মিনিটে ছাড়বে। কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে। কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে।

Latest article