নয়াদিল্লি : ঢাকঢোল পিটিয়ে স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য প্রচার করে মোদি সরকার৷ কিন্তু প্রদীপের নিচেই যে গাঢ় অন্ধকার, তা প্রকাশে এল কেন্দ্রের তথ্যেই৷ নির্মল ভারত গড়ার স্বপ্ন যে এখনও বহুযোজন দূরে সে কথা জানিয়ে দিল জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা৷ প্রতি বাড়িতে শৌচাগার তৈরির মোদি–বাণী যে আদতে নির্জলা মিথ্যা, তা স্পষ্ট৷ কারণ, এখনও ভারতে ৩৫ কোটি মানুষ খোলা আকাশের নিচে শৌচকর্ম (Defecate) সারতে বাধ্য হন৷ সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫-এ প্রকাশিত তথ্য অনুযায়ী খোলামেলা জায়গায় মলত্যাগ (Defecate) এখনও সারা দেশে এক বড় সমস্যা। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ২৬ শতাংশ ভারতীয় বা প্রায় ৩৫ কোটি মানুষ এখনও আধুনিক ও কার্যকরী শৌচাগার ব্যবহার করেন না। যা আমেরিকা যুক্তরাষ্ট্রের সমগ্র জনসংখ্যার প্রায় সমান। খোলা জায়গায় মানুষের মলত্যাগ করার যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকার শীর্ষে রয়েছে বিজেপি জোট শাসিত বিহার। এই রাজ্যে প্রায় ৪৪ শতাংশ মানুষ আজও খোলা জায়গায় মলত্যাগ করেন। শোচনীয় অবস্থা তামিলনাড়ুর। সেখানে প্রায় ৩৪ শতাংশ মানুষ আজও খোলা জায়গায় মলত্যাগ করেন। এই সমীক্ষা রিপোর্ট প্রমাণ করে মোদির স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যের বড়াই কতটা অতিরঞ্জিত।
আরও পড়ুন: আতঙ্ক বাড়িয়ে বিশ্বের ১২ দেশে