আতঙ্ক বাড়িয়ে বিশ্বের ১২ দেশে

Must read

নয়াদিল্লি : বিশ্ব এখনও পুরোপুরি কোভিডমুক্ত হয়নি। করোনা সংক্রমণের মধ্যেই বিশ্বজুড়ে এখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স (Monkeypox) ভাইরাস। একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসঘটিত রোগ। বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ বাড়ছে। মাঙ্কিপক্স নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভয়ও রয়েছে। জার্মানিতে এই রোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে। সেখানে এপর্যন্ত ১০০ জনেরও বেশি রোগীর দেহে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার মাঙ্কিপক্সের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জার্মানি ছাড়াও বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, ব্রিটেন, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া-সহ মোট ১২টি দেশে মাঙ্কিপক্সের নমুনা পাওয়া গিয়েছে বলে হু জানিয়েছে। হু জানিয়েছে, মাঙ্কিপক্সের উপসর্গ হল মূলত জ্বর, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীরের কিছু কিছু অংশ ফুলে যাওয়া এবং চুলকানি। হু-র আশঙ্কা, আগামী দিনে এই ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে।

আরও পড়ুন: চেন্নাইয়ে চোখ রাঙাচ্ছে বিএ-৪

Latest article