প্রতিবেদন : মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জীবনযাত্রার স্বাভাবিক উপকরণগুলিও এই জমানায় সাধারণ মানুষের কাছে ক্রমশ দুর্মূল্য হয়ে উঠেছে৷ আমজনতার জীবনযন্ত্রণা থেকে দৃষ্টি ঘোরাতেই ধর্ম ও বিভেদের রাজনীতির পরিকল্পিত চিত্রনাট্য মোদি সরকারের৷ বিজেপির এই জনস্বার্থ–বিরোধী নীতির প্রতিবাদে রাজ্যে রাজ্যে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷
আরও পড়ুন-রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলে ছাড় কেন্দ্রের, ক্ষোভ মুখ্যমন্ত্রীর
মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার অনশন–অবস্থান করলেন অসম তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীরা৷ অসম তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরার নেতৃত্বে দলের কর্মী–সমর্থকরা অনশন কর্মসূচিতে শামিল হলেন৷ মহাত্মা গান্ধীর ছবি সামনে রেখে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালিত হল গুয়াহাটির চাঁচলে৷ তৃণমূলের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য দু’জায়গাতেই বিজেপি সরকার৷ অথচ তাদের ‘ডবল ইঞ্জিন’–এর ধাক্কায় নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর৷ অতিমারি-পরবর্তী সময়ে আয় কমে গেছে, অথচ খরচ বেড়েছে বহুগুণ৷ পরিবারের সব সদস্যর মুখে দু’বেলা খাবার জোগানোটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রান্তিক মানুষের পক্ষে৷ এই অসহনীয় অবস্থায় পথে নামা ছাড়া বিকল্প নেই৷ বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির লাগাতার প্রতিবাদ ও সাধারণ মানুষের দাবি তুলে ধরতেই অসমে এ-ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে নেবে তৃণমূল কংগ্রেস৷