সংবাদদাতা, রামপুরহাট : কেন্দ্রের বিজেপি সরকারের মতোই সাধারণ মানুষের সমস্যা বা সুবিধা-অসুবিধার কথা আদৌ ভাবতে নারাজ রেল কর্তৃপক্ষ। রাজ্যে বিজেপি বিধানসভা ভোটে গোহারা হারার পর তারা যেন রাজ্যবাসীর ওপর প্রতিশোধ নিতে উঠেপড়ে লেগেছে। হঠাৎ করে যেন তাদের ঘুম ভেঙেছে, উচ্ছেদের নোটিশ পাঠিয়ে হাজার হাজার মানুষের জীবন-জীবিকাকে বিপন্ন করে তুলতে চাইছে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারীর খোঁজ মালিকানার শর্তেই আসতে চায় ম্যান ইউ
রামপুরহাট পুরসভার পাঁচমাথা থেকে রেলওয়ে ইনস্টিটিউট এবং সেখান থেকে রেলগেট পর্যন্ত এলাকা যা যথাক্রমে ১২ ও ১৩ নং ওয়ার্ডের মধ্যে পড়ছে, সেখানে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। রেলের জারি করা নোটিশে বলা হয়েছে, ৩১ মে-র মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে উঠে না গেলে তার কোনও ক্ষতি হলে রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পয়লা জুন থেকেই উচ্ছেদ চালাবে রেল। নোটিশ পাওয়ার পর থেকেই এলাকায় ক্ষোভ দানা বেঁধেছে।
আরও পড়ুন-ভবিষ্যতে হয়তো রিয়ালে : এমবাপে
আতঙ্কিত এলাকাবাসী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গিয়েছে, অচিরেই এই নোটিশ রামপুরহাটের ১৪ নং ওয়ার্ড জুড়ে রেলের জায়গা দখল করে যাঁরা ব্যবসা ও বসবাস করছেন, তাঁদের দেওয়া হবে এবং রেলের জায়গা দখলমুক্ত করা হবে। বিভিন্ন সংগঠন থেকে সাধারণ মানুষও পথে নামতে চলেছে এই উচ্ছেদের বিরুদ্ধে। কারণ, এই উচ্ছেদ হলে রেলের জায়গায় বসবাসকারী হাজার হাজার মানুষ গৃহহীন ও ব্যবসায়ীরা কর্মহীন হয়ে যাবেন।