ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারীর খোঁজ মালিকানার শর্তেই আসতে চায় ম্যান ইউ

ইপিএলের আর এক জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধার সম্ভাবনা প্রবল আর এক ক্লাব ইস্টবেঙ্গলের।

Must read

প্রতিবেদন : ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল দাপাচ্ছে মুম্বই সিটি এফসি। ইপিএলের আর এক জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধার সম্ভাবনা প্রবল আর এক ক্লাব ইস্টবেঙ্গলের। শতবর্ষ পুরনো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে ম্যান ইউ। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবের হাত ধরতে পারে বাংলার লাল-হলুদ। দুই ক্লাবের মধ্যে যে কথা হচ্ছে, তা নিশ্চিত করেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ক্লাবের মধ্যে মধ্যস্থতার কাজটি করছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ।

আরও পড়ুন-ভবিষ্যতে হয়তো রিয়ালে : এমবাপে

মঙ্গলবার শহরে একটি অনুষ্ঠানে গত কয়েকদিনের জল্পনা নিয়ে মুখ খুলেছেন সৌরভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, আমাদের কথা হচ্ছে। আমরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলেছি। শুধু ওদের সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গেই কথা হচ্ছে। আগামী ১০-১২ দিনের মধ্যে জানা যেতে পারে কে পেতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের মালিকানা স্বত্ব।’’
এর পর সৌরভের সংযোজন, ‘‘ইউরোপিয়ান ফুটবল জায়ান্ট যেই আসুক তারা লগ্নিকারী বা ইনভেস্টর নয়, মালিক হিসেবেই ক্লাবের দায়িত্ব নেবে। তবে কিছুটা সময় লাগবে। আগে একটা জায়গায় বিষয়টি পৌঁছনো দরকার। সেই অগ্রগতি হলেই আমরা এটা নিয়ে কথা বলতে পারব।’’

Latest article