প্রতিবেদন : কোথাও মেট্রো, কোথাও বা চক্ররেল। রেলমন্ত্রী থাকার সময় শহরের পরিবহণের লাইফলাইনকে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাময়িকভাবে সেই কাজ রাজনৈতিক কারণে পিছিয়ে দিয়েছিল বিজেপি সরকার। কিন্তু মানুষের দাবি মেনে সেই কাজে হাত দিতে বাধ্য হয়েছিল রেল দফতর। মেট্রোকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই চার-চারবার ডেডলাইন ফেল করেছে কলকাতা মেট্রো। এবার ফের নতুন ডেডলাইন।
আরও পড়ুন-টাকা নয়ছয় চলবে না জানিয়ে দিলেন ফিরহাদ
মেট্রো সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ৩১ মে চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন। এ খবর সামনে আসতেই ফের খুশির হাওয়া নিত্যযাত্রীমহলে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত গড়াতে চলেছে মেট্রো রেলের চাকা। মঙ্গলবার মেট্রো সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। শিয়ালদহ মেট্রো নিয়ে শহরবাসীর আগ্রহ বহুদিনের। কারণ, এই রুটে মেট্রো চালু হয়ে গেলে উত্তর শহরতলির যাত্রীদের সল্টলেক থেকে সেক্টর ফাইভ অথবা নিউটাউন যাতায়াতে অনেক সময় বাঁচবে। এর আগে গত মার্চ মাসে হোলির আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিকরা শিয়ালদহ মেট্রো স্টেশন ও স্টেশন সংলগ্ন রেলওয়ে ট্র্যাক পরীক্ষা করে দেখে যান। দেখার পর তাঁরা কিছু পরিবর্তনের সুপারিশ করেন।
আরও পড়ুন-বাংলায় শূন্য, এবার দলের মধ্যেও শূন্য
পরিবর্তনের পরই বাণিজ্যিক ভাবে ট্রেন চালানোর সবুজ সংকেত দেয় রেলওয়ে সেফটি। কলকাতা মেট্রো সূত্রে খবর, পরিকাঠামো খতিয়ে দেখার পরপর ৩ মাসের মধ্যে যে কোনও দিন শিয়ালদহ মেট্রো চালুর চূড়ান্ত ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। ছাড়পত্র পেয়েই কলকাতা মেট্রোর কর্তারা শিয়ালদহ স্টেশন চালুর তোড়জোড় শুরু করে দেন। এরই মধ্যে বউবাজারের ঘটনা নিয়ে চাপে পড়ে যায় মেট্রো। তার জেরে শিয়ালদহ মেট্রো চালু করতে কিছুটা দ্বিধায় পড়ে যান তাঁরা। আগামী ৩১ মে একটি অনুষ্ঠানে যোগ দিতে বেহালায় আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।