সংবাদদাতা, বসিরহাট : প্রত্যন্ত গ্রামের মানুষ বেশি করে মুখ্যমন্ত্রী স্বপ্নের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় আসায় এটি সার্বিক গ্রহণযোগ্যতা পেয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সার্থক করতে এবার অভিনব উদ্যোগ নিলেন বিডিও, সঙ্গে ছিলেন বিধায়ক। হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ী দুয়ারে সরকারের পরিষেবা নিয়ে রায়মঙ্গল, ইছামতী, গৌড়েশ্বর নদীর বাঁধের পাড়ের বাসিন্দাদের পরিষেবা দিতে স্বয়ং হাজির হয়ে গেলেন। সঙ্গে ছিলেন বিধায়ক দেবেশ মণ্ডল এবং এলাকার নেতারা।
আরও পড়ুন-তরুণীর শরীরে কৃত্রিম যোনি ও জরায়ু তৈরি করে সরকারি হাসপাতালের নজির
সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীতে ধরা পড়ল এই ছবি। যন্ত্রচালিত নৌকায় সরকারি সব কিছু নথিপত্র সাজিয়ে প্রান্তিক মানুষের দুয়ারে পরিষেবা দিতে ব্যস্ত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সুন্দরবনের নদীমাতৃক এলাকায় কখনও জলপথে, কখনও নদীর খাঁড়ি পেরিয়ে প্রশাসনিক ভবনে আসতে অনেক সময় লাগে। একদিকে সময় অন্যদিকে জীবন-জীবিকার কথা মাথায় রেখে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে পৌঁছে গেল দুয়ারে সরকার প্রকল্পের সবরকম পরিষেবা। হাতের মুঠোয় প্রকল্পের সুবিধা পেয়ে রীতিমতো আবেগাপ্লুত সাধারণ মানুষ। এই ধরনের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের জন্য এই সব পরিষেবা যে কতটা তাৎপর্যপূর্ণ তা বুঝেই এই উদ্যোগে শামিল হন বিডিও-সহ প্রশাসনের কর্মীরা। আম্ফান, ইয়সের মতো বিপর্যয় সুন্দরবনকে নড়বড় করে তুলেছে। তাই এবার এই এলাকার প্রান্তিক মানুষের পাশে দুয়ারে সরকার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ সরকারি পরিষেবা দিতে ঝাঁপিয়ে পড়েছে জেলা প্রশাসনও।