এভারেস্টের পরই লোৎসে-জয় পিয়ালির

এভারেস্ট জয়ের পর তার বেস ক্যাম্পে নেমে অপেক্ষা করছিলেন তিনি লোৎসে শৃঙ্গে অভিযানের জন্য। লোৎসের যাত্রাপথ খুব একটা সহজ নয়।

Must read

সংবাদদাতা, হুগলি : পরপর দু-দুটো সাফল্য। এভারেস্টের পর এবার লোৎসে শৃঙ্গ জয় করে নজির গড়লেন বঙ্গতনয়া পিয়ালি বসাক। মঙ্গলবার সন্ধে ৭টা ২৩ মিনিটে পিয়ালির লোৎসে জয়ের খবর পৌঁছয় তাঁর বোনের কাছে। এই খবর পেতেই উচ্ছ্বসিত পর্বতারোহী পিয়ালির পরিবার। বিনা অক্সিজেনে ক’দিন আগেই বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর এভারেস্ট জয় করে সাড়া ফেলে দেন চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি।

আরও পড়ুন-সুন্দরবনের নদীপাড়ে লঞ্চ নিয়ে দুয়ারে হাজির বিডিও

এভারেস্ট জয়ের পর তার বেস ক্যাম্পে নেমে অপেক্ষা করছিলেন তিনি লোৎসে শৃঙ্গে অভিযানের জন্য। লোৎসের যাত্রাপথ খুব একটা সহজ নয়। এর আগে হিমশীতল বরফের চাদরে ঢাকা লোৎসে জয় করতে গিয়ে বরফের রাজ্যে হারিয়ে যান বাংলার এক পর্বতারোহী ছন্দা গায়েন। এভারেস্ট জয়ের পর আবহাওয়া খানিকটা ভাল হতেই বুকে বলভরসা নিয়ে সাহস করে বেরিয়ে পড়েন পিয়ালি। লক্ষ্য ছিল লোৎসে শৃঙ্গ জয় করে তার চূড়ায় ভারতের তেরঙা জাতীয় পতাকা ওড়ানো। সেই অভিযানেও ফের সফল হলেন তিনি। মঙ্গলবার রাতে পাইওনিয়ার এজেন্সি থেকে ফোনে পিয়ালির দ্বিতীয় এই শৃঙ্গজয়ের খবর জানানো হয়।

Latest article