বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বাংলা থেকে দূরে সরিয়ে দিয়েছেন অন্যান্য রাজ্যে সংগঠন দেখভালের নাম করে। তিনি দিলীপ ঘোষ নিজেও বিলক্ষণ বুঝেছেন তার বাংলায় বঙ্গ বিজেপিতে ছড়ি ঘোরানো আপাতত হচ্ছে না। গত কয়েকদিন দিল্লিতে পড়ে থেকে রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি ও লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে ক্রমাগত বলেও লাভ হয়নি উল্টে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কলকাঠি নেড়ে বাংলা থেকে তাকেই প্রায় বিতাড়িত করেছেন এরা। তাতেও অবশ্য মুখ বন্ধ হচ্ছে না দিলীপ ঘোষের। বৃহস্পতিবারও তিনি বলে চলেছেন, ‘আমি বাংলার সব জায়গায় যাব কে আমাকে আটকাবে। এই ঘটনার মধ্যে দিয়ে পরিস্কার নোঝা যাচ্ছে পায়ের তলার মাটি টলে গিয়েছে।’
আরও পড়ুন-স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অন্তঃকলহে জেরবার বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কয়েকদিন আগেই দিলীপ ঘোষ বাংলার বিজেপির জন্য একজন অভিভাবক ঠিক করে দিতে বলেছিলেন, দেখা গেল তার দল তাকে বাংলা থেকেই সরিয়ে দিল। এবার তিনি ভাবুন তার দল তাকে সম্মান করছে না নাকি অসম্মান করছে। বোঝাই যাচ্ছে বিজেপি এখন দলবদলু, ধান্দাবাজ, তৎকাল বিজেপিতে ভরে গিয়েছে। কুণাল ঘোষের আরও সংযোজন, দিলীপ ঘোষ আপনি বিদ্রোহ করুন। দলকে বলুন আপনি বাইরে যাবেন না। আপনি তো রোজ সকালে হাঁটতে বেরিয়ে বাংলারই সমালোচনা করেন। আমরা বলছি তবুও আপনি বাংলাতেই থাকুন। লড়াই করুন। আপনার সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আপনি বাংলা ছেড়ে যাবেন না।