খালেদ এবাদুল্লার অকাল প্রয়াণ, শোকবার্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পার্কসার্কাসে নিজের বাড়িতে আচমকাই হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এর নেতা খালেদ এবাদুল্লা।

Must read

বুধবার গভীর রাতে পার্কসার্কাসে নিজের বাড়িতে আচমকাই হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এর নেতা খালেদ এবাদুল্লা। ঘটনার আকস্মিকতায় তার বিহ্বল তাঁর পরিবার। শোকোস্তব্ধ তৃণমূল কংগ্রেস পরিবারও। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে যান দলের নেতা-নেত্রীরা। ব্যক্তিগত ভাবে শোকবার্তা পাঠান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সভাপতি সুব্রত বক্সীর তরফেও যায় শেষ শ্রদ্ধা।

আরও পড়ুন-বাংলার দায়িত্ব থেকে সরালেও পুরোপুরি সরতে নারাজ দিলীপ ঘোষ, ‘আপনি বাংলাতেই থাকুন’ কটাক্ষ কুণাল ঘোষের

দুপুরের কিছু পরে পার্কসার্কাসে ৩ নম্বর কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় খালেদ এবাদুল্লার। একটা সময় খালেদ দীর্ঘদিন মন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে ছিলেন। এদিন মানস ভুঁইয়াও খালেদের বাড়িতে এসেছিলেন। সমবেদনা জানান তার পরিবারকে। ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, পুরপিতা সন্দীপ বক্সী, জয়প্রকাশ মজুমদার,হাজি নুরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন-স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

অকাল প্রয়াত খালেদ মূলত বেশিরভাগ সময় তৃণমূল ভবনেই থাকতেন। হাজি নুরুলের সঙ্গে দলের তরফে ছিলেন সংখ্যা লঘু সেলের দায়িত্বে। সদা হাসিমুখ খালেদ এবাদুল্লা ছিলেন পার্টি অন্ত প্রাণ। তপসিয়ার অস্য়ায়ী ক্যাম্প অফিস হোক কিংবা বাইপাসের ধারে সদ্য উঠে আসা নতুন অস্থায়ী দলীয় দফতর ছিল তাঁর প্রায় ঘরবাড়ি। সকলের সঙ্গেই ছিল তাঁর সদ্ভাব। এহেন তরতাজা খালেদ এবাদুল্লার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা তৃণমূল কংগ্রেস দল।

Latest article