প্রভাবশালীর দম্ভ আর ক্ষমতার অপব্যবহারের নজির গড়েছেন রাজধানী দিল্লির এক আইএএস অফিসার। ত্যাগরাজ স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন যাঁরা, সেই সব অ্যাথলিট ও কোচের অভিযোগের তির বিঁধেছিল দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) সঞ্জীব খিরওয়ালকে। তাঁদের দাবি, সস্ত্রীক আমলার আর তাঁর পোষ্যের বেড়ানোর উৎপাতে তাঁদের অনুশীলন বাধাপ্রাপ্ত হচ্ছে। ওই আমলা আসার আগেই সন্ধ্যা সাতটা নাগাদ স্টেডিয়াম খালি করিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন-ড্রোনে নজরদারি
আগে রাত সাড়ে আটটা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন চলত। ফলে অ্যাথলিটদের রুটিন এবং প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। ওই আমলার স্ত্রীও আইএএস অফিসার। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় প্রবল বিতর্ক। মুখ বাঁচাতে তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই আমলাকে বদলি করেছে লাদাখে। তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গাকে বদলি করা হয়েছে অরুণাচল প্রদেশে।