দোকান খোলা, ক্রেতা নেই, বিপিসিএল নিয়ে মুখ পুড়ল কেন্দ্রের

শেয়ার বাজারের অবস্থাও ভাল নয়। সব মিলিয়ে বিপিসিএল কেনার জন্য তিনটির মধ্যে দু’টি দরপত্রদাতাই আর এগোতে আগ্রহী নয়।

Must read

প্রতিবেদন : দোকান খুলে বসে থাকলেও মিলল না ক্রেতা৷ লাগামছাড়া বিলগ্নীকরণের পথে হাঁটতে গিয়ে মুখ পুড়ল কেন্দ্রীয় সরকারের। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিক্রির চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়ে এবার সিদ্ধান্ত রদ করতে বাধ্য হল মোদি সরকার।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু তা কেনার মতো ক্রেতা পাওয়া যায়নি। তাই আপাতত বিপিসিএল বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্রের মোদি সরকার।

আরও পড়ুন-সেই আমলা লাদাখে

মুখ বাঁচাতে বিজেপি সরকারের বক্তব্য, যারা বিপিসিএল কেনার জন্য আগ্রহপত্র দিয়েছিল তাদের অনেকেই এখন বিশ্ব জুড়ে জ্বালানির বাজারের উদ্বেগজনক পরিস্থিতির কারণে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি কিনতে চাইছে না।
বহু দিন ধরেই রাষ্ট্রায়ত্ত এই তেল সংস্থার সম্পূর্ণ অংশীদারিত্ব (৫২.৯৮%) বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন তা আপাতত বন্ধ। বিশ্ব বাজার থেকে চড়া দামে অশোধিত তেল কিনতে নাভিশ্বাস উঠছে তেল সংস্থাগুলির।

আরও পড়ুন-ড্রোনে নজরদারি

দেশেও জ্বালানির দাম মাত্রাছাড়া। মানুষ বিকল্প জ্বালানির সন্ধান করছে। শেয়ার বাজারের অবস্থাও ভাল নয়। সব মিলিয়ে বিপিসিএল কেনার জন্য তিনটির মধ্যে দু’টি দরপত্রদাতাই আর এগোতে আগ্রহী নয়। এবিষয়ে কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা বিভাগের বক্তব্য, করোনা অতিমারি এবং রাজনৈতিক পরিস্থিতি বিশ্ব জুড়ে শিল্পের পরিস্থিতি খারাপ করেছে। বিশেষ করে তেল-গ্যাস সংস্থাগুলি বিরাট চাপের মুখে। এই কারণে এক সময়ে বিপিসিএল কিনতে যাঁরা আগ্রহ দেখিয়েছিলেন তাঁরা এখন বিলগ্নির প্রক্রিয়া থেকে সরে থাকতেই চাইছেন।

Latest article