প্রতিবেদন : সিবিআইয়ের তলব এবং তল্লাশির বিরোধিতা করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, বিরোধী-কণ্ঠ ও কেন্দ্রের বিরোধিতার পথ রুদ্ধ করতেই তাঁকে ডেকে পাঠিয়ে হেনস্তা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একজন নির্বাচিত সাংসদের স্বাধিকার ভঙ্গ করছে বলে চিঠিতে দাবি করেছেন চিদম্বরম-পুত্র।
আরও পড়ুন-এবার কি চালে কোপ?
এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবারও কার্তিকে ডেকে পাঠায় সিবিআই। চিনা নাগরিকদের ভিসা পাইয়ে দেওয়া এবং তার বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যে অভিযোগে তাঁকে বারবার তলব করা হচ্ছে সেটি ১১ বছরের পুরানো একটি মামলা এবং এই বিষয়ের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন চিদম্বরম।