সংবাদদাতা, কাটোয়া : কালনা সুপার স্পেশ্যালিটি হসপিটালে চালু হচ্ছে নার্সিং ট্রেনিং কলেজ। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ সমিতির বৈঠকে এসে বলেন, নার্সিং ট্রেনিং কলেজ হলে চিকিৎসা পরিষেবার মান যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানের পরিসরও বাড়বে। এখানে ১০০ আসনের একটি নার্সিং ট্রেনিং কলেজের অনুমোদন চূড়ান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।
আরও পড়ুন-উত্তরপ্রদেশে গব্বর যোগী
টাকা এলেই কাজ শুরু হয়ে যাবে। এ খবরে খুশি নার্সিংয়ের প্রশিক্ষণ নিতে ইচ্ছুকরা। হাসপাতাল চত্বরে শুক্রবার বসল এটিএম কাউন্টার। সূচনা করেন মন্ত্রী। বলেন, ‘হাসপাতাল চত্বরে এটিএম কাউন্টার হওয়ায় রোগীর পরিবার, আত্মীয়স্বজন-সহ অনেকেই উপকৃত হবেন।’ বৈঠকে যোগ দিয়ে হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা-সহ সামগ্রিক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন স্বপনবাবু। সাফ জানিয়ে দেন, কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, এই হাসপাতাল থেকে রেফার করা রোগীর সংখ্যা এখন মাত্র ১ শতাংশ।