রাজ্য জিমন্যাস্টিকসে কামাল

কারও বাবা জনমজুর, কারও মা পরিচারিকা। কেউ হকারি করে সংসার চালান তো কেউ বেসরকারি সংস্থার সামান্য চাকুরে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : কারও বাবা জনমজুর, কারও মা পরিচারিকা। কেউ হকারি করে সংসার চালান তো কেউ বেসরকারি সংস্থার সামান্য চাকুরে। পূর্বস্থলী ১ ব্লকের এমনই পরিবারের ছেলেমেয়েরা কামাল করা পারফরমেন্স দেখাল রাজ্য জিমন্যাস্টিকস প্রতিযোগিতায়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অষ্টম স্টেট গেমসের আসর বসে হুগলির উত্তরপাড়ায়।

আরও পড়ুন-কালনায় হচ্ছে নার্সিং কলেজ

আসরে ৭টি সোনা ও ৪টি রুপো জেতে পূর্বস্থলীর প্রতিযোগীরা। যোগ দেওয়া এলাকার ৯ সফল প্রতিযোগী ও তাঁদের কোচ অভিজিৎ দেবনাথকে সংবর্ধনা জানাল লোকসংস্কৃতিচর্চা কেন্দ্র। ছিলেন কেন্দ্রের কর্ণধার মন্ত্রী স্বপন দেবনাথ। পুরুষদের জুটিতে বাপন দেবনাথ ও রাকেশ মির্ধা, মিক্সড জুটিতে রাকেশ মির্ধা ও অনামিকা দে এবং মেয়েদের একক বিভাগে স্নেহা দেবনাথ, অনামিকা দে ও প্রিয়াংকা দেবনাথ সোনা পান। প্রতিযোগীরা বলেন, প্র্যাকটিসে যা যা দরকার, তা মেটানো তাঁদের পরিবারের পক্ষে সম্ভব নয়। মন্ত্রী স্বপন দেবনাথ সেই অভাব বুঝতে দেন না।

Latest article