আমেদাবাদ: আরও একটা আইপিএলের আসর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বিরাট কোহলিকে (Virat Kohli)। নেই নেই করে পনেরোটা বছর কেটে গেল। কিন্তু আইপিএল ট্রফিটা আজও অধরা কিং কোহলির। তিনি নিজেও এ-বছর ব্যাট হাতে হতাশ করেছেন। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই আরসিবি-র নেতৃত্ব ছেড়েছিলেন। যাতে নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে পারেন। কিন্তু সেটা হয়নি।
তবে হাল ছাড়তে নারাজ বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা— ‘‘আগামী মরশুমে ফের দেখা হবে।’’এক আবেগঘন ট্যুইটে বিরাট (Virat Kohli) লিখেছেন, ‘‘কখনও আমরা জিতি, আবার কখনও জিতি না। কিন্তু আপনারা (আরসিবি ভক্তরা) সব সময় আমাদের কাছে দ্বাদশ ব্যক্তি। এবারও গোটা টুর্নামেন্ট জুড়ে আপনারা আমাদের সমর্থনে গলা ফাটিয়েছেন। পাশে থেকেছেন। আপনাদের জন্যই ক্রিকেট খেলা একটা বিশেষ অনুভূতি।’’
আরও পড়ুন: ক্ষুব্ধ ওয়ার্ন রাজস্থান ছাড়তে চেয়েছিলেন
বিরাট আরও লিখেছেন, ‘‘শিক্ষা কখনও থেমে থাকে না। টিম ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও আরসিবি দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সামনের বছর ফের দেখা হবে।’’ আগামী আইপিএলের আসরে ট্রফি জয়ের জন্য মানসিকভাবে তিনি যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, সেটা বিরাটের এই ট্যুইটেই স্পষ্ট।