সেপ্টেম্বরেই হয়তো ভোট ফেডারেশনে

Must read

নয়াদিল্লি : সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটির সদস্যরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন আগামী সেপ্টেম্বরের শেষে করতে চান। ভোটের পর নির্বাচিত কমিটি দায়িত্ব নিলেই কাজ শেষ হবে আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ)-এর।
সিওএ সদস্য তথা দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি বলেছেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ। তার পর সেপ্টেম্বরের শেষে নব নির্বাচিত কমিটি ফুটবল ফেডারেশনের দায়িত্বভার গ্রহণ করবে।’’ প্রশাসকদের কমিটি (সিওএ) খসড়া সংবিধান সংশোধনী ১৫ জুলাই সর্বোচ্চ আদালতে জমা দেবে। ২১ জুলাই তার শুনানি। কুরেশি বলেছেন, ‘‘আমরা আশা করছি, সেদিনই নতুন গঠনতন্ত্র অনুমোদন করবে সুপ্রিম কোর্ট। এর পরই আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেব। দ্রুত তা শেষ করে ফেলতে চাই। তার পর আমাদের কাজ শেষ।’’ জুনের ১১ থেকে ১৪ তারিখ ফিফা ও এএফসি-র যৌথ প্রতিনিধি দল ভারতে থাকবে। তারা সিওএ-র সঙ্গে আলোচনা করবে। ফুটবল ফেডারেশনের (AIFF) কাজকর্মে আদালতের হস্তক্ষেপ নিয়ে যে উদ্বেগ ফিফা বা এএফসি কর্তাদের রয়েছে, তা দূর করে দিতে চান কুরেশিরা।

আরও পড়ুন: ক্ষুব্ধ ওয়ার্ন রাজস্থান ছাড়তে চেয়েছিলেন

Latest article