নয়াদিল্লি : ভাঁড়ারে টান। মজুত কয়লায় বেশিদিন চালানো অসম্ভব। এমনিতেই দেশ জুড়ে নানা রাজ্যে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি চলছে। ক্ষোভ দানা বাঁধছে মানুষের মনে। তার মধ্যে কেন্দ্রের জারি করা ফতোয়ায় আগুনে ঘি পড়েছে। কারণ, কেন্দ্র বলেছিল, রাজ্যগুলিকে বাধ্যতামূলকভাবে কয়লা আমদানি (Coal Import) করতে হবে। যার তীব্র বিরোধিতা শুরু হয়। তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, এমন বিপ্রতীপ পরিবেশে মুখ বাঁচাতে ছ’বছর পর রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) প্রথম কয়লা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। আমদানিকৃত জ্বালানি সারাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরবরাহ করা হবে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের একটি চিঠিতে একথা জানা গিয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক, ২৮ মে তারিখের একটি চিঠিতে বলেছে, সরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সরবরাহের জন্য কোল ইন্ডিয়া কয়লা আমদানি (Coal Import) করবে। কয়লা সচিব এবং কোল ইন্ডিয়ার চেয়ারম্যান, কেন্দ্র ও রাজ্যের উচ্চ ক্ষমতার আধিকারিক সহ সংশ্লিষ্ট সবাইকেই এই চিঠি পাঠানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রক চিঠিতে বলেছে যে, প্রায় সমস্ত রাজ্যই পরামর্শ দিয়েছে, তাদের পক্ষে পৃথক পৃথকভাবে টেন্ডার ডেকে কয়লা আমদানি করা সমস্যার। তার বদলে কেন্দ্রীয়স্তরে পদক্ষেপ হলে তা অনেক সরল। রাজ্যগুলির দাবি মেনেই কোল ইন্ডিয়ার এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যুর আশঙ্কা, তালিকায় চার ভারতীয়