নেপালে বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যুর আশঙ্কা, তালিকায় চার ভারতীয়

Must read

প্রতিবেদন : পোখরা থেকে আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় নেপালের (Nepal Plane Crash) একটি বেসরকারি এয়ারলাইনের ছোট যাত্রীবাহী বিমান। বহু খোঁজাখুঁজির পর দিনের শেষে আশাঙ্কাই সত্যি হয়। জানা যাচ্ছে, ১৯ যাত্রী এবং ৩ বিমানকর্মী নিয়ে লেটে পাহাড়ের কাছে ভেঙে পড়েছে নেপালের (Nepal Plane Crash) তারা এয়ারলাইন্সের ওই বিমানটি। এদিন সকালে নেপালের পোখরা থেকে তিব্বত সংলগ্ন মুস্তাংয়ের জমসমের উদ্দেশে রওনা দেয় বিমানটি। খানিক পরই এটিসির সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ের গায়ে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায় নজরদারি হেলিকপ্টার। মনে করা হচ্ছে, বিমানের যাত্রীরা সকলেই দুর্ঘটনায় মারা গিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন চার ভারতীয়। তাঁরা মুম্বই থেকে এসেছিলেন বলে ত্রিভুবন বিমানবন্দর সূত্রে খবর। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। এছাড়াও বিমান দুর্ঘটনার বিষয়ে সব তথ্য পেতে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের তরফে জরুরি হেল্পলাইন নম্বর (+977-9851107021) চালু করা হয়েছে। রবিবার সকালের এই ঘটনা ইতিমধ্যেই আশঙ্কা বাড়িয়েছে নেপাল সহ বিশ্বের। এই ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে ৬ বছর আগের ঠিক এমনই এক মর্মান্তিক ঘটনার কথা। ২০১৬ সালেও তারা এয়ারের একটি বিমান মায়াগদি জেলায় ভেঙে পড়েছিল। নিহত হন ২৩ জন।

আরও পড়ুন: ক্ষুব্ধ ওয়ার্ন রাজস্থান ছাড়তে চেয়েছিলেন

Latest article