সম্প্রতি নিজের রাজ্য গুজরাতের একটি জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকে দেশবাসীকে বার্তা দিয়েছিলেন মোদি। নাম না করে পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচাও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে মোদি বলেছিলেন, “আমি গত আট বছরে এমন কিছু করিনি, যার জন্য দেশের জনগণকে মাথা হেঁট করতে হয়।” এবার মোদিকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
আরও পড়ুন: গোয়ার প্রতিষ্ঠা দিবসে গোয়াবাসীকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর
মোদি সরকারকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জানিয়েছে, “৮ বছরে, এমন কিছু করতে দেননি যা নাগরিকদের লজ্জায় মাথা নিচু করে। বলেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এদিকে, নতুন ভারতে, সংবাদপত্রের স্বাধীনতা হ্রাস পাচ্ছে। ভুল তথ্য সমৃদ্ধ হচ্ছে। গণতন্ত্রকে উপহাস করা হয়। কঠোর আইন ভিন্নমত দমন করছে।”
In 8 years, haven't allowed anything that would make citizens hang 'head in shame.’ – PM @narendramodi
Meanwhile, in New India:
– Press Freedom is declining.
– Misinformation is thriving.
– Democracy is ridiculed.
– Draconian laws are suppressing dissent.#8YearsOfShame
— All India Trinamool Congress (@AITCofficial) May 30, 2022