প্রয়াত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা ডাঃ বিশ্বরঞ্জন শতপথী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত হয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা এবং প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিশ্বরঞ্জন শতপথী (Biswaranjan Satpathy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: ৮ বছরে দেশবাসীর মাথা লজ্জায় হেঁট করে দেওয়ার মতো কিছু করিনি: মোদি, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, “আমি ডাঃ বিশ্বরঞ্জন শতপথীর (Biswaranjan Satpathy) পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর প্রয়াণ চিকিৎসা ও স্বাস্থ্য প্রশাসনিক জগতে এক অপূরণীয় ক্ষতি।”

ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের (West Bengal Health Service) দক্ষ আধিকারিক ডাঃ শতপথী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।গ্রামীণ ও দরিদ্র রোগীদের কল্যাণ, সুপার স্পেশালিটি হাসপাতাল, ন্যায্য মূল্যের ওষুধের দোকান স্থাপন – বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

Latest article