জাকার্তা, ৩০ মে : মঙ্গলবার ‘সুপার ফোর’ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারত (India)। এই ম্যাচটা জিতলেই এশিয়া কাপ হকির (Assia Cup Hockey) ফাইনালে উঠবে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। পাশাপাশি ড্র করলে এমনকী হেরে গেলেও ফাইনালের টিকিট পেয়ে যেতে পারেন বীরেন্দ্র লাকরারা।
টুর্নামেন্টের (Assia Cup Hockey) নিয়ম অনুযায়ী পয়েন্টের বিচারে সুপার ফোরের সেরা দুই দল ফাইনাল খেলবে। ভারত এবং দক্ষিণ কোরিয়া দু’টি করে ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে এক নম্বরে রয়েছে কোরিয়া। অন্যদিকে, মালয়েশিয়ার পয়েন্ট ২ ম্যাচে ২। টানা দু’টি ম্যাচ হেরে জাপান ইতিমধ্যেই ছিটকে ফাইনালের দৌড় থেকে।
আরও পড়ুন: আমেদাবাদে ট্রফি নিয়ে রোড শো
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে— ওই ম্যাচে— জাপান জিতলে বা ড্র হলে কোরিয়ার কাছে হারলেও ফাইনালে উঠে যাবে ভারত। কিন্তু মালয়েশিয়া জয় পেলে, ভারতীয় দলকেও কোরিয়াকে হারাতে হবে। যদি ম্যাচটা ড্র হয়, সেক্ষেত্রে ভারত, কোরিয়া ও মালয়েশিয়া, তিন দলেরই পয়েন্ট হবে পাঁচ। তখন গোল পার্থক্যের বিচারে এগিয়ে থাকা দু’টি দল ফাইনালের ছাড়পত্র পাবে। যদিও অঙ্কের হিসেব মাথায় না রেখে কোরিয়ার বিরুদ্ধে জেতার জন্য
ঝাঁপাতে চাইছে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। অধিনায়ক বীরেন্দ্র লাকরা বলছেন, ‘‘দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল। তবে আমরা জেতার জন্য মাঠে নামব।’’