সংবাদদাতা, সিউড়ি : বিজেপির রাজনৈতিক কর্মসূচি প্রচারের জায়গা হিসাবে সিউড়ির বড় পোস্ট অফিসকে ব্যবহার করা নিয়ে বিতর্ক। তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল নেতৃত্বও। অভিযোগ, ডাকঘরে বহু গ্রাহকের আনাগোনা। তাঁদের অসুবিধে করে সেখানে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সরকারি প্রকল্প নিয়ে প্রচার চালাচ্ছিল বিজেপি।
আরও পড়ুন-সিটি স্ক্যান, অক্সিজেন প্ল্যান্ট চালু ইএসআই হাসপাতালে
বীরভূম জেলা বিজেপি নেতা-কর্মীরা স্লোগান, বক্তৃতায় সরগরম করে তুলেছিলেন চত্বর। জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সহসভাপতি রাজিবুল ইসলাম সেখানে গিয়ে প্রশ্ন তোলেন, ডাকঘরে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা দখল করে বিজেপির প্রচার কেন করবেন? কেন স্লোগান দেবেন? সেখানে ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। ধ্রুব জানান, তিনি একজন পোস্ট অফিসের গ্রাহক এবং সেই হিসাবে এসেছিলেন। এরপর বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তপ্ত বাগ্যুদ্ধ হয়। বিবাদের অবসান হয় দু’পক্ষের একসঙ্গে চা-পানে। তৃণমূল নেতৃত্বই সৌজন্য দেখান।