সিটি স্ক্যান, অক্সিজেন প্ল্যান্ট চালু ইএসআই হাসপাতালে

উলুবেড়িয়া এইএসআই হাসপাতালে ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্সের যে শূন্যপদ রয়েছে তা শীঘ্রই পূরণ করা হবে বলে জানান নির্মল।

Must read

সংবাদদাতা, হাওড়া : শ্রমিক ও তাঁদের পরিবারের চিকিৎসা পরিষেবার উন্নতিতে আরও একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে উলুবেড়িয়া ও সংলগ্ন এলাকার প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবারের সদস্য স্থানীয় ইএসআই হাসপাতালে অত্যাধুনিক মানের সিটি স্ক্যান, সবসময়ের জন্য অক্সিজেন পাবেন। সঙ্গে এইচডিইউ-তে সঙ্কটাপন্ন রোগীরা চিকিৎসা করাতে পারবেন। সেই লক্ষ্যেই মঙ্গলবার উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে অত্যাধুনিক মানের সিটি স্ক্যান মেশিন, ২০ শয্যার এইচডিইউ ইউনিট ও লিকুইউ মেডিক্যাল অক্সিজেন (এলএমও) প্ল্যান্টের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজি, ফুটবল ব্যক্তিত্ব বিদেশ বসু প্রমুখ।

আরও পড়ুন-খুদেদের নিয়ে মাতলেন মন্ত্রী

বেচারাম বলেন, ‘‘এর আগে আসানসোল ও গৌরহাটি ইএসআই হাসপাতালে এইরকম উন্নতমানের চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। এবার উলুবেড়িয়ায় হল। এর ফলে এলাকার প্রায় ৫০ হাজার শ্রমিক ও তাঁদের পরিবার উপকৃত হবেন। আগামী দিনে এই হাসপাতালে ডায়ালিসিস ইউনিটও চালু হবে। তার প্রক্রিয়া শুরু হয়েছে। এই এলাকার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য যাতে কলকাতায় ছুটতে না হয় তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই নেওয়া হচ্ছে।’’ বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান, ‘‘হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট ও উন্নতমানের সিটি স্ক্যান চালু হওয়ায় চিকিৎসা পরিষেবার মান অনেক বাড়বে। সেইসঙ্গে ২০ শয্যার এইচডিইউ চালু হওয়ায় সংকটাপন্ন রোগীদেরও চিকিৎসার অনেক সুবিধা হবে।’’ উলুবেড়িয়া এইএসআই হাসপাতালে ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্সের যে শূন্যপদ রয়েছে তা শীঘ্রই পূরণ করা হবে বলে জানান নির্মল।

Latest article