খুদেদের নিয়ে মাতলেন মন্ত্রী

বিনপুর ১ নং ব্লকের দহিজুড়ি এলাকায় একটি শিশু উদ্যানের উদ্বোধনের পর নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ সারলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বিনপুর ১ নং ব্লকের দহিজুড়ি এলাকায় একটি শিশু উদ্যানের উদ্বোধনের পর নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ সারলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। সম্প্রতি এই উদ্যানের উদ্বোধন করেন রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ছিলেন বিনপুর ১ নং ব্লক তৃণমূল সভাপতি শ্যামল মাহাত, বিনপুর ১ ব্লকের যুব তৃণমূল সহ-সভাপতি সুদীপ্ত মাহাত, দহিজুড়ি অঞ্চল সভাপতি সঞ্জিত মাহাত ও পঞ্চায়েত প্রধান ফাল্গুনী দে প্রমুখ। জনসংযোগ যাত্রায় বেরিয়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মন্ত্রী।

আরও পড়ুন-বৃষ্টি হলেই পোকা লাগার আশঙ্কায় লিচুচাষিরা

রামগড়ের  সারসবেদিয়া, বাধাগেড়িয়া, মেটালশোল, ঠাকুরপাড়াতে জনসংযোগ যাত্রা সারার পাশাপাশি বাচ্চাদের সঙ্গে বেশ কিছুটা সময় অতিবাহিত করলেন তিনি। প্রখর তাপ থেকে বাঁচতে রং-বেরঙের ছাতা তুলে দেন শিশুদের হাতে। সঙ্গে চকোলেট। মন্ত্রীকে দেখতে পেয়ে ছুটে আসে গ্রামের শিশুরা। আগেও তাদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা বলেছেন, মজা করতে করতে উপহার তুলে দিয়েছেন মন্ত্রী। তাই নেত্রী বা মন্ত্রী নয়, বাড়ির দিদির মতোই তাঁকে দেখে তারা। তাই নিজেদের প্রিয় দিদিকে এলাকায় দেখে ছুটে আসে খুদেরা। মন্ত্রীও মেতে ওঠেন তাদের সঙ্গে কথায়, আনন্দে। উপহারস্বরূপ তাদের হাতে তুলে দেন চকোলেট, ছাতা ইত্যাদি।

Latest article