বৃষ্টি হলেই পোকা লাগার আশঙ্কায় লিচুচাষিরা

সবুজ বাগানে গাছে থোকা থোকা লাল লিচু ঝুলছে। কানপুর এলাকার লিচুবাগানগুলোর এমন পরিবেশ দেখে মন ভাল হওয়াটা স্বাভাবিক

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : সবুজ বাগানে গাছে থোকা থোকা লাল লিচু ঝুলছে। কানপুর এলাকার লিচুবাগানগুলোর এমন পরিবেশ দেখে মন ভাল হওয়াটা স্বাভাবিক। অথচ বাগান মালিকের মুখ ভার। কারণ আকাশে মেঘ। বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টি হলে লিচুতে লেগে যাবে পোকা। সে জন্য অনেকেই তড়িঘড়ি গাছ থেকে লিচু পেড়ে নিচ্ছেন। সেই লিচু ঝুড়িতে সাজিয়ে রাখা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় তা পাঠানো হবে। এবার লিচুর ফলন বেশ ভাল। তাই দাম পাচ্ছেন কম, এটাই চাষিদের আক্ষেপ।

আরও পড়ুন-বিরল ৩ মূর্তি পুলিশের হাতে দিলেন গ্রামবাসীরা

চলতি সপ্তাহে স্থানীয় বাজারে এক ধাক্কায় লিচুর দাম কমেছে অনেকটাই। ১০ দিন আগেও ১ হাজার লিচুর দাম ছিল ১২০০-১৩০০ টাকা। এখন ৪০০ টাকা কমে ১ হাজার লিচুর দাম হয়েছে ৮০০-৯০০ টাকা। বৃষ্টি হলে দাম আরও কমার আশঙ্কা। এই পরিস্থিতিতে গাছ থেকে লিচু পেড়ে তা দ্রুত বাজারে পাঠাতে মরিয়া চাষিরা। এর ফলে এক সঙ্গে বাজারে প্রচুর লিচু এসে যাওয়ায় দাম মিলছে কম। চাষিরা বলেন, ৫০টি লিচুর বান্ডিল যার ওজন এক কেজি থেকে ১২০০ গ্রাম, সেগুলি মিলছে ৪০ টাকা করে পাইকারি দরে।

আরও পড়ুন-প্রাক্তন বিজেপি সভাপতির ফেসবুকে অভিযোগ, দলে টাকা তছরুপ

এবার ভাল আবহাওয়া থাকায় ও দেরিতে বৃষ্টির কারণে দেশি জাতের লিচু বেশ বড় হয়েছে। এরপর লিচু গাছে রাখলে ফেটে যেতে পারে। কানপুরের লিচু চাষি আতাহার হোসেন ও মজিবুর বিশ্বাস বলেন, কয়েক বিঘা জমিতে লিচু চাষ করেছি। আনুমানিক ১৫-১৬ লক্ষ লিচু হয়েছে। বৃষ্টির ভয়ে বিক্রি করে দিচ্ছি। এর মধ্যে ১০ লক্ষ লিচু বাজারে পাঠিয়েছি। এই সময় বৃষ্টি নামলেই বোঁটার গোড়ায় পোকা হয়। পচন ধরে। তখন আর দাম পাওয়া যায় না।

Latest article