বিরল ৩ মূর্তি পুলিশের হাতে দিলেন গ্রামবাসীরা

উল্লেখ্য, এলাকায় অজয়ের ভাঙনের জেরে ১৯৮৬ থেকে বারবার মূর্তি পাওয়া যাচ্ছে। ইতিহাস উদ্ধারের জন্য জায়গাটির প্রত্নতাত্ত্বিক খনন জরুরি।

Must read

সংবাদদাতা, কাটোয়া : সরকারিভাবে সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলকোটের অজয় নদ থেকে উদ্ধার হওয়া তিনটি বিরল প্রস্তরমূর্তি পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। গত ২৫ ও ২৬ এপ্রিল কোঁয়ারপুর ও খেড়ুয়া গ্রাম লাগোয়া অজয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠেছিল জোড়া বিষ্ণুমূর্তি ও একটি সূর্যমূর্তি। এগুলি রাখা ছিল গ্রামের মন্দিরে।

আরও পড়ুন-প্রাক্তন বিজেপি সভাপতির ফেসবুকে অভিযোগ, দলে টাকা তছরুপ

বিরল মূর্তিগুলি ওভাবে থাকলে চুরি বা বেহাত হয়ে যেতে পারে আশঙ্কায় মূর্তি তিনটি গ্রামবাসীদের তরফে মঙ্গলকোটের আইসি পিন্টু মুখোপাধ্যায়ের হাতে তুলে দিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি। ছিলেন বিডিও জগদীশ বারুই। মূর্তি তিনটি সংরক্ষণের পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। জেলা প্রশাসনের ইতিবাচক সাড়া পাওয়ায় খেড়ুয়া ও লাগোয়া এলাকা পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করে পুরাতত্ত্ব সর্বেক্ষণ। উল্লেখ্য, এলাকায় অজয়ের ভাঙনের জেরে ১৯৮৬ থেকে বারবার মূর্তি পাওয়া যাচ্ছে। ইতিহাস উদ্ধারের জন্য জায়গাটির প্রত্নতাত্ত্বিক খনন জরুরি।

Latest article