শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তে গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আরিয়ানের বিরুদ্ধে তদন্ত করছিলেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। কিন্তু এই মামলার তদন্তে সমীরের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং ব্যক্তিগত প্রতিহিংসার চরিতার্থ করার অভিযোগ ওঠে।
আরও পড়ুন-দেহে ২৫টি গুলি!
ঘটনার জেরে সমীরকে বদলি করা হল চেন্নাইয়ে। আপাতত সমীর ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টরের পদে যাচ্ছেন। মাদক মামলায় আরিয়ানকে ক্লিনচিট দেওয়ার পর অনুমান করে গিয়েছিল, সমীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সিট তদন্ত রিপোর্টে জানায়, আরিয়ানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন সমীর। যে কারণে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সিট। জানা গিয়েছে, ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন এই বিতর্কিত অফিসার।