ফের নিষেধাজ্ঞা

কারণ এই দুই দেশেরই তেল পরিশোধন করার মতো উপযুক্ত পরিকাঠামো আছে। সেক্ষেত্রে ভারত আরও কম দামে রাশিয়ার কাছ থেকে তেল পেতে পারে

Must read

রাশিয়া থেকে জলপথে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল রফতানি করা হয়। এবার জাহাজে থাকা তেলের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া থেকে রফতানি করা তেলের দুই-তৃতীয়াংশের উপর নিষেধাজ্ঞা চাপাতে সহমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতীয় মুদ্রায় রাশিয়ার ৭৭ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

আরও পড়ুন-সমীরকে বদলি

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে রাশিয়াকে অন্য ক্রেতার সন্ধান করতে হবে। কারণ রাশিয়ার তেলের সিংহভাগ ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। সেক্ষেত্রে রাশিয়া ভারত ও চিনকেই একমাত্র তেল বিক্রি করতে পারবে। কারণ এই দুই দেশেরই তেল পরিশোধন করার মতো উপযুক্ত পরিকাঠামো আছে। সেক্ষেত্রে ভারত আরও কম দামে রাশিয়ার কাছ থেকে তেল পেতে পারে।

Latest article