জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে’র মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষেই প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে (K K)। দুদিনের অনুষ্ঠানের জন্য কলকাতায় এসেছিলেন।

Must read

নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষেই প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে (K K)। দুদিনের অনুষ্ঠানের জন্য কলকাতায় এসেছিলেন। ৩০ তারিখ ছিল ঠাকুরপুুকুর বিবেকানন্দ কলেজ ও ৩১ তারিখ মঙ্গলবার ছিল গুরুদাস কলেজের অনুষ্ঠান। এই দুদিনই তিনি নজরুল মঞ্চে গান করেন। অনুষ্ঠান শেষে তিনি হোটেলে ঢুকেই সিঁড়িতে পড়ে যান। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় CMRI হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।

আরও পড়ুন-ফের নিষেধাজ্ঞা

এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট সঙ্গীতশিল্পীর জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘বলিউড প্লেব্যাক গায়ক কে কে এর আকস্মিক এবং অকাল মৃত্যু আমাদের মর্মাহত করে। আমার সহকর্মীরা গতকাল রাত থেকে কাজ করছে যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, তার আচার-অনুষ্ঠান এবং তার পরিবারকে এখনই সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। আমার গভীর সমবেদনা।’

 

Latest article