‘নরেন্দ্র মোদি ১০০ দিনের টাকা দাও, না হলে বিদায় নাও’ বাঁকুড়ার মানুষকে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন নিজের বক্তব্যের শুরুতেই সংগীতশিল্পী কে কে-এ শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাঁকুড়ার (Bankura) মানুষদের লড়াইয়ের বার্তা দেন

Must read

সময়ের কিছুটা আগেই বাঁকুড়ার সতীঘাটে কর্মিসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন নিজের বক্তব্যের শুরুতেই সংগীতশিল্পী কে কে-এ শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার (Bankura) মানুষদের লড়াইয়ের বার্তা দেন।

আরও পড়ুন-জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে’র মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

আর কী কী বললেন মমতা-

• কেকে-কে স্যালুট জানিয়ে শেষশ্রদ্ধা জানাবে রাজ্য
• কেকে-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে
•বাঁকুড়ায় শান্তি ফিরে এসেছে
• বিজেপি আপনাদের জন্য কিছু করেনি
• আগে বাঁকুড়া রাস্তা রক্তে ভেসে থাকত, মানুষ বাইরে বেরতে ভয় পেত, এখন শান্তি পেয়েছে
•বাঁকুড়ার মানুষদের ধন্যবাদ জানাই
•৫-৬ তারিখ ব্লকে ব্লকে মিছিল করবেন, বলবেন, “নরেন্দ্র মোদি ১০০ দিনের টাকা দাও, না হলে বিদায় নাও”
•উজালা-হাওয়ালা-ধোকলা, হাওয়ায় ভেসে চলে গেছে, ধোকা খেয়েছে সাধারণ মানুষ
•নোট বন্দি করে ১০২% ৫০০ টাকার নোট জাল হয়েছে
• দেশে গম নেই
•২০২৪-এ বিজেপির নো এন্ট্রি
•বাঁকুড়া-পুরুলিয়ায় ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, লক্ষ-লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে
•দিদি যদি হেরে গিয়ে আসতে পারে, তাহলে আপনারা কেন ঘরে বসে থাকবেন; বেরিয়ে আসুন
•লড়াইয়ের আরেক নাম তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মাথা নত করে না

Latest article