সংবাদদাতা কাটোয়া : আমের মুকুল আসার সময়েই বিপত্তি। আবহাওয়ার কারণে প্রচুর মুকুল ঝরে যাওয়ায় আমের ফলন ধাক্কা খেয়েছে এবার। তার ফলে বাজারে এবার আমের তেমন জোগান নেই। দামও বেশি। ফলে জামাইষষ্ঠীতেতো দাম আরও চড়বে। পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবথেকে বেশি ও হরেক প্রজাতির আমের ফলন হয় পূর্বস্থলী ২নং ব্লকে। বছর চারেক আগে রাজ্য আম উৎসবে প্রথম স্থান পায় পূর্বস্থলী ২নং ব্লক। জেলা উদ্যান পালন বিভাগ এখানকার আম বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন-কীভাবে খুন সিধু চাঞ্চল্যকর বিবরণ
এখানে হিমসাগর, ল্যাংড়া, মধুকুলকুলি, ফজলি, আম্রপালি, গোলাপখাস-সহ কুড়িরও বেশি প্রজাতির আমের ফলন হয়। গোটা ব্লকে রয়েছে বিশাল বিশাল আমের বাগান।
এলাকার পাইকারি বাজারগুলি ঢুঁ মেরে দেখা গেল, আমের জোগানে ভাটা। গাছ পাকা হিমসাগরের দর ৫০/৫৫ টাকা কেজি। কার্বাইড দিয়ে পাকানো আমের দর কেজি প্রতি ৪০ টাকার আশেপাশে। ফলনে টানই এর কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এলাকার সবথেকে বড় আমচাষি শিবু ভট্টাচার্য বলছিলেন, ‘আমার বাগানে হাজার দুয়েক আমগাছ রয়েছে। এবারের ফলন গত ১০ বছরের তুলনায় কম। অন্যবার বাইরের রাজ্যে আম পাঠাই। এবার পারব না।’ অনেকে চুক্তিতে আমবাগান নেন। ফলন কম হওয়ায় তাঁরা এবার ক্ষতির মুখে পড়েছেন।