সৌমালি বন্দ্যোপাধ্যায়: বাড়ি-বাড়ি পরিস্রুত পানীয় জল সংযোগে ফের দেশের সেরা বাংলা। মে মাসেও দেশের সব রাজ্যকে টপকে এক নম্বর স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। সেই জায়গায় উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যগুলি রয়েছে অনেক পিছিয়ে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের খবর, মে মাসে রাজ্যের গ্রামীণ এলাকায় ১ লাখ ৯৮ হাজার ৪৪৫টি বাড়িতে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সেই জায়গায় যোগীর উত্তরপ্রদেশ রয়েছে নবম স্থানে।
আরও পড়ুন-যৌনকর্মীদের দুয়ারে সরকার
মে মাসে বিজেপিশাসিত ওই রাজ্যে মাত্র ৪৮ হাজার ৬০৭টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বিজেপিশাসিত আর এক রাজ্য গুজরাতও রয়েছে অনেক পিছিয়ে। মে মাসে দেশের মধ্যে সপ্তম স্থানে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে ৮৪,৬৬০টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। পশ্চিবঙ্গের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্ণাটক ও তামিলনাড়ু। মে মাসে কর্ণাটকে ১ লাখ ৮৫ হাজার ৩০৪টি এবং তামিলনাড়ুতে ১ লাখ ৫৯ হাজার ২০৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। চতুর্থ স্থানে থাকা ওড়িশায় গত মাসে ১ লাখ ৪৭৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। দেশের আর কোনও রাজ্যই গত মাসে লাখের গন্ডি টপকাতে পারেনি।
আরও পড়ুন-আন্তর্জাতিক বিমানবন্দর হবে অন্ডাল
গত ২০২১-’২২ অর্থবর্ষে সারা দেশে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সংযোগে প্রথম স্থান দখল করেছিল পশ্চিমবঙ্গ। সেই ধারা অব্যাহত রেখে চলতি আর্থিক বছরেও বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সংযোগে দেশের অন্যান্য রাজ্যকে টপকে এক নম্বর স্থানে থেকেই এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে রাজ্যের গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে জোরকদমে। এই কাজে সবসময় নজর রাখছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ও দফতরের পদস্থ কর্তারা। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই কাজ করছি। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে। আত্মতুষ্ট হলে চলবে না। ২০২৪-এর মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।’