সংবাদদাতা, বহরমপুর : ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে এ জন্য প্রতিবাদ মিছিল সংঘটিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ তৃণমূল শিবিরে। আগামী ৫-৬ জুন জেলার সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালন করবে দল।
আরও পড়ুন-কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা মউ রোমানিয়ার
১০০ দিনের কাজে গত ছয় মাসে ৬৮ কোটি টাকা বকেয়া বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, গত ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের টাকা বকেয়া। তবে শ্রমিকদের কাজের জন্য নতুন ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। এখন থেকে ১০০ দিনের কাজের কর্মীরা বিভিন্ন সরকারি দফতরে নানা প্রকল্পের কাজ করতে পারবেন। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। ফলে জেলার বহু শ্রমিক কাজ হারিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই শ্রমিকরা কাজ পেয়েছিলেন, কিন্তু সেই কাজ আবার হারিয়ে গেল কেন্দ্রের টালবাহানায়।’ শাওনি বলেন, জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন হবে। ৫ জুন মুর্শিদাবাদের প্রতিটি অঞ্চলে বিক্ষোভ-প্রতিবাদ মিছিল হবে এবং পরের দিন ৬ জুন জেলার প্রতিটি ব্লকে বিক্ষোভ, মিছিল, সভা অনুষ্ঠিত হবে। বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করবেন বলে জানান তিনি