নবান্ন থেকে ২৫ মে ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন লগ্নিকারী হিসেবে ইমামি গ্রুপের (Emami Group) নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঠিক এক সপ্তাহ পর বুধবার ১ জুন দু’পক্ষের (East Bengal- Emami Group) মধ্যে প্রথম বৈঠক হল। আলোচনায় দুই পক্ষই খুশি। সূত্রের খবর, দলগঠনের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে নতুন লগ্নিকারী। তবে ক্লাব কর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোনে বললেন, “মিটিং হয়েছে। খুব ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা শুধু ফুটবল স্বত্ত্ব দেব ওদের। তবে কার হাতে কত শেয়ার থাকবে, চুক্তির শর্ত এগুলো বলার সময় আসেনি। কয়েক দিনের মধ্যে আমরা আবার আলোচনায় বসব। চুক্তির বিষয়টি নিয়ে এগোতে পারব। দলগঠন প্রক্রিয়া চলবে।” এদিকে, তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন সার্থক গলুই। বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার সই করলেন চেন্নাইয়িন এফসি-তে।
আরও পড়ুন: ডায়মন্ড হারবার পথ দেখাল, বলছেন মানস