যোগীরাজ্যে সরকারি অফিসে লাদেনের ছবি!

Must read

প্রতিবেদন: গোটা দুনিয়ার কাছে তিনি কুখ্যাত সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত। অথচ সেই ওসামা বিন লাদেনকে (Osama Bin-Laden) নিজের গুরুর আসনে বসিয়ে সরকারি দফতরে তাঁর ছবি টাঙালেন উত্তরপ্রদেশের এক সরকারি আধিকারিক। যোগীরাজ্যে (Uttar Pradesh)এই কাণ্ড। এখানেই শেষ নয়, ছবির নিচে ওই আধিকারিক ক্যাপশনে লিখেছেন, ওসামা বিন লাদেন (Osama Bin-Laden) বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়ার। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি সরকারি দফতর থেকে ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। তবে নিজের কাজের জন্য এতটুকুও অনুতপ্ত নন উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতরের আধিকারিক রবীন্দ্রপ্রকাশ গৌতম। জানা গিয়েছে, রাজধানী লখনউ থেকে ২৫০ কিলোমিটার দূরে ফারুখাবাদ জেলার নবাবগঞ্জ শহরের বিদ্যুৎ দফতরের আধিকারিক হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন রবীন্দ্রপ্রকাশ গৌতম। তাই মঙ্গলবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন দফতরে কর্মীরা। কিন্তু আধিকারিকের ঘরে ঢুকতেই তাঁদের চক্ষুচড়কগাছ। তাঁরা দেখেন আধিকারিকের পিছনে রয়েছে লাদেনের ছবি। কেন লাদেনের ছবি জানতে চাওয়া হলে ওই আধিকারিক সহকর্মীদের বলেন, উনি হলেন বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer)। তাই তিনি লাদেনকে গুরু হিসেবে মানেন। সে কারণেই নিজের দফতরে গুরুর ছবি টাঙিয়েছেন। ওনার কাছে লাদেনের আরও অনেক ছবি আছে। কিছুক্ষণের মধ্যেই লাদেনের ছবি টাঙানোর বিষয়টি দফতরের শীর্ষ কর্তাদের কানে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গেই তাঁরা ওই ছবি সরানোর নির্দেশ দেন। কেন ওই ছবিটা টাঙানো হল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: এবার কি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন?

Latest article