সংবাদদাতা, শিলিগুড়ি : ভোটে নেই রাজনৈতিক নাটকে আছে বাম-ডান। ভোটে কলকে পেতে কংগ্রেসের (Congress- CPIM) সঙ্গে জোটের চেষ্টা। পরে আবার অস্বীকার বামেদের। আর কংগ্রেস বলছে আসন সমঝোতার কথা বলা হয়েছে। দুই দলের (Congress- CPIM) মতের অসংলগ্নতাতেই স্পষ্ট জোটে ঘোঁট পেকেছে। আসল ঘটনা হল, মহাকুমা পরিষদ নির্বাচনের ৯ টি আসনে জোটের নামে আসন সমঝোতা সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা না করেই ৯ টির মধ্যে ৮ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় বামেরা। বামেদের এই সিদ্ধান্তে একপ্রকার ক্ষুব্ধ কংগ্রেসের জেলা সভাপতি শংকর মালাকার। তাই বুধবার বিকেল পর্যন্ত মহকুমা পরিষদের ৬ টি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা করল। অন্যদিকে সাতটি আসনে মনোনয়নপত্র জমা করেছে। তবে এই বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, ‘‘আমরা ৬ টি আসনে মনোনয়নপত্র জমা করেছি আরও দুটি আসনে জমা করব। জোটের বিষয়কে গুরুত্ব না দিয়ে তিনি বলেন আসন সমঝোতা কথা বলা হয়েছিল। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে এখন আলোচনা হবে।’’ দার্জিলিং জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক জীবেশ সরকার বলেন, কোনও প্রকার জোটের কথা আমরা বলি নি আমরা বলেছি আসুন সমঝোতার কথা। আসুন সমঝোতাকে মাথায় রেখে কংগ্রেসের জন্য একটি আসন ছেড়ে রাখা হয়েছিল আমরা সেই পথেই হাঁটছি।’’
আরও পড়ুন: ডনবাস অঞ্চলের কর্তৃত্ব এখন রুশ সেনার দখলেই, স্বীকার ইউক্রেনের