নয়াদিল্লি : দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি। এরপরেই বিস্ফোরক দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর দাবি, খুব শীঘ্রই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ‘ভুয়ো মামলায়’ গ্রেফতার করতে পারে বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় এজেন্সি। চাঞ্চল্যকর এই খবরটি আগাম খুব বিশ্বস্ত এক সূত্র থেকে তিনি পেয়েছেন।
আরও পড়ুন-সাতবার গুলি খেয়েছিলেন এবার সফল সিভিল সার্ভিসে, হার না মানা জেদের প্রতীক এই অফিসার
সংবাদমাধ্যমের কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। প্রসঙ্গত, কয়েকমাস আগেই দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভুয়ো মামলায় ফাঁসানো হতে পারে সত্যেন্দ্র জৈনকে। সেই আশঙ্কা সত্যি করে গত সোমবার ইডির হাতে গ্রেফতার হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল। বলেন, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ভুয়ো মামলা সাজাতে।