প্রতিবেদন : মাত্র দু’দিন আগে জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গিরা স্কুলের ভিতরে ঢুকে এক শিক্ষিকাকে গুলি করে খুন করেছিল। মানুষের মনে সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। তারও আগে পুলিশকর্মী, সরকারি অফিসার খুনের ঘটনা ঘটেছে। ফের এরই মধ্যে বৃহস্পতিবার সকালে কুলগামে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল জঙ্গিরা। গত তিনদিনে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও হিন্দুদের উপর দু’বার প্রাণঘাতী আক্রমণ চালানো হল। মোদি সরকার কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে নির্লজ্জভাবে রাজনৈতিক মাতামাতি করলেও কাশ্মীরের পরিস্থিতি আসলে কী, একের পর এক ঘটনাগুলিই তার প্রমাণ।
আরও পড়ুন-দল বাঁচাতে ফের রিসর্ট রাজনীতি কংগ্রেসের
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কুলগাম জেলার মোহনপুরা অঞ্চলে এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ভিতরে ঢুকে ম্যানেজারকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। মৃত ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমার রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। কর্মসূত্রে তিনি কুলগামে ছিলেন। জঙ্গিদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় প্রবল চাপে পড়ে এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-সিসোদিয়া পরের টার্গেট: কেজরি
ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। কাশ্মীর পরিস্থিতি নিয়ে ডোভালের সঙ্গে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন শাহ। এদিকে এদিনই সোপিয়ান এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে বিস্ফোরণের ফলে জখম হয়েছেন তিন জওয়ান। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, সেনাবাহিনী একটি গাড়ি ভাড়া করেছিল। ওই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।