প্রতিবেদন : কংগ্রেসের নজিরবিহীন দুর্দশা ফাঁস করছেন দলের প্রতিষ্ঠিত নেতারাই। একের পর এক নেতা-কর্মীর দলত্যাগ, পরের পর নির্বাচনে ভরাডুবিই শুধু নয়, প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন দলের নেতারাই। এবার যেমন কংগ্রেসের হাল বুঝিয়ে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পৃথ্বীরাজ চৌহ্বান (Prithviraj Chavan)। তাঁর বিস্ফোরক দাবি, রাহুল গান্ধী (Rahul Gandhi) এত বড় নেতা যে গত চার বছরে তাঁর সঙ্গে দেখা হয়নি। পাশাপাশি পৃথ্বীরাজের (Prithviraj Chavan) মন্তব্য, উদয়পুরে যে চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছিল, তাতে কোনও চিন্তনের ছাপ ছিল না। পৃথ্বীরাজের কটাক্ষ, আমি যখন দিল্লিতে যাই তখন ড. মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করি। তাঁর শরীর ভাল না থাকলেও তিনি সবসময় দেখা করেন। অথচ রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায় না। চার বছরে দেখাও হয়নি। পৃথ্বীরাজের এই মন্তব্যে রাহুলের ‘যোগ্যতা’ ফের প্রকাশ্যে।
আরও পড়ুন: উড়ানে কোভিড বিধি লঙ্ঘনে কড়া হাইকোর্ট