প্রতিবেদন : শুক্রবার প্রথম দিন দলকে অনুশীলন করিয়েছিলেন। ২৪ ঘণ্টা পরই প্রস্তুতি ম্যাচে দলকে পরখ করে নিলেন ডায়মন্ড হারবার এফসি-র কোচ কিবু ভিকুনা (DHFC- Kibu Vicuna)। রাজারহাটের কলকাতা ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে অবশ্য ০-১ গোলে হেরে যায় ডায়মন্ড হারবার এফসি। তবে প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে চিন্তিত নন ডিএইচএফসি-র স্প্যানিশ কোচ (DHFC- Kibu Vicuna)। বরং দলের পারফরম্যান্সে খুশি। ম্যাচের দুই অর্ধে দু’টি দল খেলিয়েছেন কিবু। নিজের পছন্দের ৪-৩-৩ ফর্মেশনে ফুটবলারদের খেলিয়ে দেখে নেন, কারা কতটা তৈরি। আক্রমণে কিছুটা দুর্বলতা থাকলেও রক্ষণ ও মাঝমাঠের পারফরম্যান্স সন্তোষজনক বলেই মনে করছেন স্প্যানিশ কোচ। দুই সাইড ব্যাক আশিস দেওয়ান এবং প্রতীক লামা ভাল খেলেন। আক্রমণে ফুলচাঁদ হেমব্রম, গোলকিপার সুব্রত সর্দার ভরসা দিয়েছেন। তবে দল হিসেবে আরও উন্নতি চাইছেন আই লিগ জয়ী কোচ। প্রথম ডিভিশন লিগ শুরুর আগে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কিবুর।
আরও পড়ুন: আমার সেই অডি দেশের সম্পদ : শাস্ত্রী
সোমবার থেকে অনুশীলনে ম্যাচের ভুলত্রুটি শুধরে নেওয়ার কাজটা শুরু করবেন কিবু। একজন পজিটিভ স্ট্রাইকারের খোঁজে রয়েছেন ডায়মন্ড হারবারের কোচ। কেরল দলের উইঙ্গার শেখ সলমন সোমবার থেকে অনুশীলনে যোগ দিতে পারেন। কেরল থেকে আরও জনা দুই ফুটবলারকে দলে নিচ্ছে ক্লাব।